এবার বাংলা থেকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবেন মৈত্রেয়ী মণ্ডল ও সাগ্নিক দত্ত। রাজ্য স্তরে অনূর্ধ্ব-১৩ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মৈত্রেয়ী। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সাগ্নিক। সারা বাংলা দাবা সংস্থা ও হেরিটেজ স্কুলের উদ্যোগে ২৬ থেকে ২৯শে অক্টোবর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ১৮টি জেলা থেকে মোট ৩০৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ২৪৩ জন ছেলে ও ৬৩ জন মেয়ে। চার দিন ব্যাপী এই প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন হয়েছেন মৈত্রেয়ী ও সাগ্নিক। জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব কাঁরা করবেন, এই প্রতিযোগিতা থেকেই তা বেছে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দু’জন ছেলে ও দু’জন মেয়ে জাতীয় স্তরে লড়বেন। অর্থাৎ, মৈত্রেয়ী ও সাগ্নিক ছাড়াও আরও দু’জন জাতীয় স্তরে নামার অনুমতি পেয়েছেন। মৈত্রেয়ী ও সাগ্নিকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া। ‘‘বাংলার দাবায় এখন প্রচুর প্রতিভা। খুব ছোট বয়স থেকে ছেলে-মেয়েরা দাবা খেলছে। তাই অল্প বয়সেই ওরা অনেক অভিজ্ঞ হয়ে উঠছে। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরেও বাংলার দাবাড়ুরা নাম করছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে’’, সংবাদমাধ্যমকে জানিয়েছেন দিব্যেন্দু।