রাজ্যজুড়ে ইতিমধ্যেই অনুভূত হচ্ছে উত্তুরে হাওয়ার আমেজ। ইতিমধ্যেই শুরু হয়েছে তাপমাত্রার পতন। বাংলার পশ্চিমের জেলাগুলিতে হু হু করে নামছে পারদ। কলকাতায় পারদ নেমেছে ২১ ডিগ্রির ঘরে। আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মেঘমুক্ত হয়েছে। তবে নভেম্বরে আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নভেম্বরের প্রথমদিকে পারদ একটু বাড়বে। নিম্নচাপের ভ্রুকুটি না থাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা থাকছে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তুরে বাতাস হু হু করে ঢুকছে। রাজ্যবাসী শীতের আমেজ পেতে শুরু করেছেন। কলকাতায় দিনে অস্বস্তি থাকলেও সন্ধ্যের পর শীতের অনুভূতি পাচ্ছে। এইমাসের শেষে পশ্চিমী জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহে আবার একটু বাড়তে পারে তাপমাত্রা।
এবছর দুর্গাপুজোর হাত ধরে বদল এসেছে আবহাওয়ায়। গরম থেকে স্বস্তি মিলেছে। ভোরের দিকে কুয়াশা থাকছে। শীত যে দুয়ারে কড়া নাড়ছে বোঝা যাচ্ছে। এদিন লক্ষ্মীপুজোর দিন আকাশ মেঘলা থাকে। আদ্রর্তা থাকায় বেলার দিকে অস্বস্তি ছিল। সন্ধের পর অবশ্য এই অস্বস্তি কেটে যায়। তবে নতুন করে নিম্নচাপ ও বৃষ্টির সম্ভবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এখন মনোরম পরিবেশ। কোনও ঝড়বৃষ্টি নেই। হেমন্তে পারদ ওঠানামা করবে। সোমবার পর্যন্ত শীতের আমেজ ক্রমশ বাড়বে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়বে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।