বৃহস্পতিবার থেকে তাঁর বাড়িতে একটানা প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর শুক্রবার ভোরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। আর তারপরই এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে উল্লেখ করে রাজ্যের বর্তমান বনমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে শাসকদল তৃণমূল। তাঁর হয়ে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের মুখ খুলেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ থেকে মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
এদিন সংবাদমাধ্যমে শোভনদেব বলেন, ‘কাউকে গ্রেপ্তার করা মানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়া নয়। আগেও গ্রেফতার হয়েছে। তাঁদের বিচার এখনও চলছে। বিজেপি বুঝতে পারছে বাংলায় তাঁদের অবস্থা ক্রমশ সঙ্গীন হচ্ছে। পরের লোকসভা ভোটে আরও খারাপ হবে। তাই প্রশাসনিক নয়, তদন্তকারী সংস্থাকে এভাবে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের একে একে জেলে পাঠাচ্ছে।’ অন্যদিকে, এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ সরাসরি নিশানা করেছেন বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর বক্তব্য, ‘শুভেন্দু ও বিজেপি ‘ওয়াশিং মেশিন’ রাজনীতি করছে। এটা ষড়যন্ত্র। নাহলে এতদিনে শুভেন্দুরই জেলে থাকার কথা।’