প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিছুদিন আগেই তাঁর বাড়িতে ১৯ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ইডি। জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ২৪-এর নির্বাচনের আগে এরকম ঘটনা আরও হবে।
শুক্রবার ভোর তিনটে নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে ২১ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করে হলে রথীন ঘোষ বলেন, এই নিয়ে যা বলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আলাদা করে তাঁকে কিছু বলার নেই। তবে তিনি বলেন, ‘২৪-এর নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আরও হবে।’
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে রথীন ঘোষ অবশ্য বিস্তারিত কোনও মন্তব্য করতে চাননি। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি আসার পর রেশন বণ্টন এখন বায়োমেট্রিক সিস্টেমে হয়।’ এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কিছু অভিযোগ শুনেছি। তবে সে সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে কিছু বলা যায় না।’