এবার বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। অকালে চলে গেলেন তাঁর পুত্র তরুণ চিকিৎসক হীরকজ্যোতি অধিকারি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এতবড় বিপর্যয়ে ভেঙে পড়েছে গোটা অধিকারী পরিবার।
কোচবিহারের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন হীরকজ্যোতিবাবু। পাশাপাশি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকও। শুক্রবার সকাল ১০টা নাগাদ মেখলিগঞ্জের বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের সুপার জানিয়েছেন, কিডনির অসুখে আক্রান্ত ছিলেন হীরকবাবু। তার ওপরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর।