নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। সেখানে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার যোগী রাজ্যের আমেঠিতে ১৬ বছরের নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত যুবক তাঁর বন্ধুদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। গুরুতর আহত ওই নাবালিকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহতের পরিবারের থেকে অভিযোগ পেয়েই পুলিশ ৫ জনের নামে এবং অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, ওই নাবালিকা তার নিজের বাড়িতে ছিল। এদিকে রাত ২-৩টার মধ্যে অভিযুক্ত ফাইজান, জাভেদ, গুফরান, প্রিন্স পাল, রাম বাহাদুর যাদব সহ কয়েকজন নির্যাতিতার বাড়ির ছাদে পৌঁছান। মেয়েটি সেই সময়ে বারান্দায় ছিল। এরপর ওই লোকজন তাকে ধরে জীবন্ত পুড়িয়ে দেয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘অ্যাক্সিডেন্টাল সাংসদ ম্যাডাম কোথায়? একটি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এমন বেদনাদায়ক ঘটনা কি তাদেরও কষ্ট দেয় না?’