নেটমাধ্যমে প্রবল বিদ্রূপের মুখে পড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মঙ্গলবার দিল্লীর লাভ কুশ রামলীলায় কঙ্গনার উপস্থিতির বিরোধিতা করেন অনেকেই। তাঁর মধ্যে অন্যতম বিজেপি নেতা ও প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী। কঙ্গনা রানাউতের বিকিনি পরা ছবি পোস্ট করে তিনি লেখেন, “এসপিজি গসিপ অনুযায়ী তিনি মাধে মাঝেই উড়ে বেড়ান। এসপিজি-র গসিপ কেন? কারণ সংগঠনে অতিরিক্ত কাজ হয়। রামলীলার শেষ দিনে তাঁকে প্রধান অতিথি করাটা মর্যাদা পুরুষোত্তমের প্রতি সংগঠনের অশোভন আচরণ।” বিজেপি নেতার এই পোস্টের পর চুপ থাকেননি কঙ্গনা রানাওয়াত। বরাবরই সরব থাকেন তিনি। এবারেও চুপ থাকেননি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত উত্তর দিলেন ‘কুইন’।
এদিন কঙ্গনা লেখেন, “সুইম স্যুট পরা ছবি আর নোংরা ব্যাখা দিয়ে আপনি এটাই বলতে চাইছেন যে রাজনীতিতে আসার জন্য আমার শরীর ছাড়া আর কিছুই নেই আমার কাছে। হা হা হা, আমি একজন অভিনেত্রী আর তর্ক থাকলেও হিন্দি সিনেমার অন্যতম সর্বকালের সেরা অভিনেত্রী। পাশাপাশি একজন লেখক, পরিচালক, প্রযোজক, বৈপ্লবিক দক্ষিণপন্থী প্রভাবশালী। আমার বদলে যদি একজন তরুণ পুরুষ নেতা থাকত, যিনি ভবিষ্যতে একজন মহান নেতা হতে পারতেন এবং পথপ্রদর্শক ও পরামর্শদাতার যোগ্য হতে পারতেন, তা হলে কি আপনি বলতেন যে তিনি সম্ভবত রাজনীতিতে আসার জন্য নিজের শরীর বিক্রি করছেন?” এখানেই থেমে থাকেননি কঙ্গনা। “গভীরে বসে থাকা যৌনতা এবং নারী শরীরের জন্য সুপ্ত লালসায় আপনার কথাগুলো যৌন বিকৃত মস্তিষ্কের ব্যক্তির মতো শোনাচ্ছে। নারীরা শুধু যৌনতার জন্য নয়, তাদের অন্যান্য অঙ্গ যেমন মস্তিষ্ক, হৃদয়, হাত, পা এবং অন্যান্য সব কিছু রয়েছে যা একজন পুরুষের কাছে রয়েছে বা একজন মহান নেতা হওয়ার জন্য এটি প্রয়োজন। তাহলে কেন মিস্টার সুব্রহ্মণ্যম?”, প্রশ্ন অভিনেত্রীর।