এবার পদ্মশিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বললেন, নিম্ন আদালতে সরাসরি বিজেপি অফিস থেকে নির্দেশ আসে, এবং বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করে পদ্মশিবির। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানালেন মমতা। এদিন রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির অতিসক্রিয়তা থেকে কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ নিয়ে সরব হন তিনি। এর পরই বিচারবিভাগের প্রতি সম্মান জানিয়েও বিজেপির বিরুদ্ধে বিচারব্যবস্থার একাংশ নিয়ন্ত্রণের অভিযোগ আনেন মমতা। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “বিচারবিভাগকে সম্মান করি। সুপ্রিম কোর্ট নিয়ে কিছু বলব না। কিন্তু লোয়ার কোর্ট (নিম্ন আদালত), সেখানে বিজেপির সদর দফতর থেকে নির্দেশ আসছে। সেখান থেকে ড্রাফটিং আসে। আর বললেই বিজেপি বলে, ‘আমরা তো কিছু করিনি। আদালত বলেছে’।”
পাশাপাশি, মমতার দাবি, “ওদের কথা না শুনলে সরিয়ে দেবে। চিফ জাস্টিস (প্রধান বিচারপতি) হতে চাইলে ৭৫ দিন নষ্ট করে দেবে।” পুলিশ কর্তা, প্রধান বিচারপতিদের আঞ্চলিক ভাষা জানার পক্ষেও সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী। “কোনও এলাকায় কেউ পুলিশে কাজ করে। তাঁকে তো স্থানীয় ভাষা জানতে হবে। চিফ জাস্টিসের সার্ভিসে অন্তত আঞ্চলিক ভাষা জানার লোক পাঠান। সেটা পাঠাবে না। যারা আঞ্চলিক ভাষা জানবেন, তাঁদের সরিয়ে দেবে। সুপ্রিম কোর্টের কথা বলছি না”, সাফ জানিয়েছেন মমতা।