রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির বিষয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘গ্রেফতারের খবর সকলে জানেন। পুজোর রেশ চলছে। আজ কার্নিভাল। রাজনৈতিক ভাবে দেউলিয়া বিজেপি, কুৎসা করে, পূর্ব পরিকল্পিত করে গ্রেফতার করাল। গতকালও এক বিজেপি বিধায়ক যোগ দিল তৃণমূলে। ওরা যথেষ্ট কোণঠাসা। তাই এটা করল। পুজোর মধ্যে এজেন্সি পলিটিক্স করেছে। রেশনে খারাপ জিনিস দেওয়া হয়েছে? বা খাবার দেওয়া হয়নি? এমন অভিযোগ কারও নেই। তাহলে দুর্নীতি কোথায়’?
কুণাল ঘোষ বলেন, ‘সিবিআইয়ের এফআইআরে নাম থাকা এক নেতা কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন। এদের ভিডিও ছেড়েছিল বিজেপি। আর এরাই এখন বড় বড় কথা বলছে। এর বেলা ইডি, সিবিআই দেখতে পাচ্ছে না। তৃণমূল থেকে বিজেপি যাদের নিয়েছে তাদের একসময় অভিযুক্ত বলা হত। আর এখন বিজেপি কি ওয়াশিং মেশিন? রাজনীতিতে না পেরে যে মহল তৈরি করেছে তা দুর্নীতি করে বেড়াচ্ছে। কোনও খারাপ জিনিস পেয়েছেন রেশন দোকানে? ও একটা রেজিস্টার্ড তোলাবাজ’।
তিনি আরও বলেন, “১০০ দিনের কাজের টাকা নিয়ে ফের আন্দোলন শুরু হচ্ছে। তা থেকে নজর ঘোরাতে এই গ্রেফতার। কাঁথি পুরসভায় কেন রেইড হচ্ছে না? সিবিআই যাক সেখানে। সেখানে সারদার টাকা পড়ে আছে। বেআইনি টাকা উদ্ধার করুন। এটা সিবিআই দেখতে পাচ্ছে না? নাকি অভিষেক ফের আন্দোলন শুরু করছেন তাই এজেন্সি ব্যবহার।
কুণাল আরও বলেন, ‘দিলীপ ঘোষ বলছেন হারতে হারতে হারাধন হয়েছেন। দিলীপ ঘোষ সঠিক কথা বলেছেন। এই বিজেপি একটা হারাধন। বিজেপি ষড়যন্ত্র করবে, তার প্রেক্ষিতে এজেন্সি কালিমালিপ্ত করবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দল কোনও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে না। একটা গ্রেফতারের ওপর দাঁড়িয়ে দল ব্যবস্থা নেবে এটা হয় না’।