প্রকাশ্যে এল উদ্বেগজনক তথ্য। সম্প্রতিই, একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘের খরা মোকাবিলা সংক্রান্ত শাখা ইউএনসিসিডি। ১২৬ দেশের পরিস্থিতি খতিয়ে দেখে ইউএনসিসিডি এই প্রথম খরা সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে খরার জেরে ৩৬ শতাংশের বেশি চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেবল ২০১৯ সালেই ৩ কোটি ৫১ লক্ষ হেক্টর জমির গুণমান নষ্ট হয়েছিল। পরিমাণের নিরিখে যা দেশের মোট কৃষিজমির ৯.৪৫ শতাংশ।
স্বাভাবিকভাবেই চাষযোগ্য জমি কমে আসায় ক্রমশ ঘনীভূত হচ্ছিল খাদ্য সঙ্কটের আশঙ্কা। রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৯ সালে প্রতি বছর বিশ্বে ১০ কোটি হেক্টর কৃষিজমি নষ্ট হয়েছে। সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে এমনটাই ঘটেছে। পূর্ব ও মধ্য এশিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সর্বাধিক চাষযোগ্য জমি হারিয়েছে। চার বছরে খরার জেরে প্রায় ২০ শতাংশ জমি হারিয়েছে দেশগুলি। খরার জেরে কৃষিজমি কমায়, বিপুল ক্ষতির কবলে পড়েছে সারা বিশ্বের প্রায় ৪.৭ শতাংশ মানুষের খাদ্য নিরাপত্তা।