আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে ফের শক্তিবৃদ্ধি ঘটল তৃণমূলের। পাশাপাশি পদ্মশিবিরের মাথাব্যথা বাড়ল। বৃহস্পতিবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত ছিলেন হরকালী প্রতিহার। তৃণমূল করতেন তিনি। বাঁকুড়ার যুব তৃণমূল নেতা সন্দীপ বাউড়ির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে দীর্ঘদিন দল করলেও প্রাপ্তির ভাণ্ডার ছিল শূন্য। সেই কারেণেই ২০১৯ সালে হরকালী যোগ দেন বিজেপিতে।
এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় বিজেপি। জয়ীও হন তিনি। তবে গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তৃণমূলে ঘর ওয়াপসি হতে চলেছে বিজেপি বিধায়কের। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল শেষমেশ। কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তাঁর দেখা করেছিলেন হরকালী প্রতিহার। এ বিষয়ে যোগাযোগ করা হলে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন বিধায়ক। বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি ফিরলেন তৃণমূলে।