পায়ের চোটের কারণে গোটা পুজো বাড়িতেই কেটেছে তাঁর। কালীঘাটের বাড়ি থেকেই ভারচুয়ালি একাধিক পুজোর উদ্বোধন করেছেন। অবশেষে আজ, দ্বাদশীতে কালীঘাট থেকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেই সাংবাদিক সম্মেলন থেকেই সরাসরি বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আপনারা আমাদের ফেস্টিভ্যালটাকেও ছাড়লেন না।’
মমতার দাবি, ‘ওরা আগে বলত, তৃণমূল বাংলায় দুর্গাপুজো করতে দেয় না। আমরা পুজোকে প্রোমোট করে করে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে এলাম। আর যেই ইউনেস্কো আমাদের হেরিটেজ ঘোষণা করে দিল, অমনি এখানে এসে ওদের নেতা বলল তৃণমূল অসুর। ওদের বিনাশ করতে হবে।’ এরপরই তাঁর সংযোজন, ‘আপনাদের অসুবিধা কী, আসুন আপনারা। আমাদের কোনও সমস্যা নেই।’