রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি, এমন অভিযোগ বারবার করেছে তৃণমূল। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানায় সেই একই অভিযোগে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নেতা-মন্ত্রীদের টার্গেট করা হচ্ছে বলেই দাবি তাঁর। মমতার প্রশ্ন, একটাও বিজেপির ‘ডাকাতে’র বাড়িতে তল্লাশি হচ্ছে না কেন?
তিনি বলেন, ‘বেছে বেছে সব বিরোধীদের ঘরে এজেন্সি পাঠিয়ে দিচ্ছে। রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না, সরকারি অফিসার-এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে। কত লোককে জেলে ঢোকাবে? ভাবছে কি ভোটের সময় কাউকে বাইরে রাখবে না’?
বৃহস্পতিবার দুপুরে তাঁর কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি। এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। পুজো সবে শেষ হয়েছে। জেলায় জেলায় আজ কার্নিভাল রয়েছে। সবাই বিজয়ার শুভেচ্ছা বিনিময় করছেন। তার মধ্যেই মন্ত্রীদের বাড়িতে হানা দিতে নেমে পড়েছে (পড়ুন কেন্দ্রীয় এজেন্সি)। একটা লোক কারও নাম বললেই, ওমনি তাঁর বাড়িতে চলে যাচ্ছে। একবারও তদন্ত করে দেখছে না, সেটা সত্যি না মিথ্যে’।