সামনেই বিধানসভা ভোট মধ্যপ্রদেশে। আর তার আগে এবার বেঁফাস মন্তব্য করে ফের বিতর্ক তৈরি করলেন বিজেপি বিধায়ক তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দাতিয়ায় একটি অনুষ্ঠানে উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘এলাকায় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, হেমা মালিনীকে নাচতেও বাধ্য করা হয়েছে।’ নিজের দলের মহিলা সাংসদকে নিয়ে এই মন্তব্য করায় নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, এ হেন নারীবিদ্বেষী মন্তব্য করে তিনি মহিলাদের অপমান করেছেন।
প্রসঙ্গত, বুধবার দাতিয়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন নরোত্তম মিশ্র। সেই সময় তিনি বলে নসেন, ‘দাতিয়ায় এমন উন্নয়ন হয়েছে যে এখানে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, হেমা মালিনীকে নাচতে বাধ্য করা হয়েছে।’ বিজেপি নেতার এই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন খবর। জেডিইউ এই মন্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে এক্স হ্যান্ডলে লিখেছে, ‘বিজেপি সদস্যদের নির্লজ্জ বাস্তব চেহারা প্রকাশ্যে চলে এসেছে। নিজের দলেরই সাংসদ হেমা মালিনী সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য করছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।’ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও নরোত্তম মিশ্রের এই মন্তব্যের নিন্দা করে বলেছেন, ‘বিজেপির সংস্কৃতিবান মন্ত্রীর নারীদের প্রতি অপমানজনক মন্তব্যটা শুনুন। তিনি নিজের দলের নেতাকেও রেহাই দেন না। ‘