বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষে বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রসঙ্গত, কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজোর সাউন্ড সিস্টেমে তারস্বরে চলছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। সেই উন্মাদনার ভিডিও টুইট করে তৃণমূলকে একহাত নিতে গিয়েই সপাট জবাব পেলেন শুভেন্দু। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর ভিডিও টুইট করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “এটা উত্তরপ্রদেশ বা বিহারের ভিডিও নয়। এটা আমাদের বাংলার। গতকাল মা দুর্গার বিসর্জনের শোভাযাত্রায় এই দৃশ্য গোটা বাংলাজুড়েই দেখা গিয়েছে। ভগবান রামকে শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত আয়োজকদের ধন্যবাদ। বাংলা সঠিক রাস্তাতেই রয়েছে। জয় শ্রীরাম।” কয়েক ঘণ্টা পরেই শুভেন্দুর সেই টুইটের জবাব দিয়েছেন কুণাল।
তৃণমূল মুখপাত্রের বক্তব্য, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন। দৃশ্যটা উত্তরপ্রদেশের নয় বাংলার। এখানে মানুষের বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। অবাধে নিজের ধর্মপালনের স্বাধীনতা আছে। যা বিজেপিশাসিত রাজ্যগুলিতে নেই। বাংলার মানুষ বিশ্বাস করে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। জনৈতিক ফায়দা পাওয়ার জন্য আমরা আমাদের উৎসবে সাম্প্রদায়িকতার রং লাগাই না।” উল্লেখ্য, এবারের পুজোয় শুরু থেকেই ঘুরপথে রাজনীতিকরণের একটা প্রচেষ্টা দেখা গিয়েছে বিজেপি নেতাদের মধ্যে। যার কেন্দ্রস্থল প্রধানত এই সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু সকলেই রাম মন্দিরের আদলে তৈরি ওই মণ্ডপকে কেন্দ্র করে বাংলায় গোঁড়া হিন্দুত্ববাদী রাজনীতিতে জোর দেওয়ার চেষ্টা করেছেন। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।