রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, আদর্শে তৈরি শান্তিনিকেতন সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। বাংলার বুকে নিঃসন্দেহে এ এক বড় প্রাপ্তি। কিন্তু এমন গৌরবের নেপথ্য নায়কের নামই নেই কবিগুরুর স্মৃতিধন্য বিশ্বভারতীর নামফলকে। বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম।
এ নিয়ে এবার প্রতিবাদের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে তিনি ফলকে রবীন্দ্রনাথের নাম ফেরানোর সময় দিলেন। জানালেন, শুক্রবার সকালের মধ্যে নাম ফেরাতে হবে। নইলে আন্দোলনে নামবে জেলা তৃণমূল নেতৃত্ব।
ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা পাওয়ার পর শান্তিনিকেতনে যে ফলক বসানো হয়েছে, তাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। এই নিয়ে বিতর্ক চলছে। এই আবহে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুক্রবার সকাল ১০টা থেকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলন করা হবে।’
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘ইতিহাস বদলে দিচ্ছে। প্রতিহিংসার রাজনীতি করছে। সবকা বিকাশ সবকা সর্বনাশ। হঠাৎ করে সার্কুলার জারি করা হচ্ছে সব জায়গা থেকে ইন্ডিয়া নাম বাদ দেওয়া হচ্ছে। এত ভয় কেন?’