যে দিন পুজো মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সে দিন ধারে-কাছেও দেখা মেলেনি পুজো কমিটির প্রায় কারও। বিতর্কও হয়েছিল তা নিয়ে। নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের সেই লুমিনাস ক্লাবের পুজো কমিটি এ বার রাজভবনের পুরস্কারও প্রত্যাখ্যান করল। পুরস্কার বাবদ তাদের পুজোর জন্য বরাদ্দ ওই এক লক্ষ ২৫ হাজার টাকা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের দেওয়া হোক বলে জানিয়ে দিলেন ক্লাব কর্তারা।
ঘটনাচক্রে, পুজোর ঠিক আগেই কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের প্রকল্পের ‘বকেয়া’ আদায়ে রাজভবনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাঁচ দিন ধর্নার পর তৃণমূল সাংসদ অভিষেকের সঙ্গে রাজ্যপালের বৈঠকও হয়। এর পরে দিল্লি গিয়ে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল বৈঠকও করেছেন বলে রাজভবন সূত্রে খবর। রাজ্যপাল বোসের ওই তৎপরতায় ‘খুশি’ও হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। ১০০ দিনের প্রকল্প নিয়ে সেই বিতর্ক আবার রাজনৈতিক আলোচনায় উঠে এল এই ঘটনায়।
ক্লাবের বক্তব্য, রাজ্যের দুঃস্থ মানুষেরা ১০০ দিনের কাজ করে টাকা পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরস্কার নেওয়া উচিত নয়। ক্লাবের এক কর্তা রাজা মুখোপাধ্যায় বলেন, ‘পুরস্কারের অর্থে অন্তত কিছু মানুষের ১০০ দিনের মজুরি মিটিয়ে দেওয়া হোক।’ আর এক ক্লাব কর্তার কথায়, ‘গত কয়েক বছর ধরে নানা ব্যাপারে আমাদের সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উল্টে রাজ্যের পুজো নিয়ে বিরূপ মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধির হাত থেকে আমরা পুরস্কার নিতে চাই না’।