বৃহস্পতিবার সকাল থেকে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি-র অফিসাররা। তা নিয়ে এদিন তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুজো মিটতেই রাজ্যে দুর্নীতির অভিযোগে তদন্তে আবার সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ইডির এই অভিযান। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে’র বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। এই আবহে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে মমতা আরও বলেন, ‘আমাদের সাংসদ ছিলেন সুলতান আহমেদ। তিনি মারা গিয়েছেন। তিনি সিবিআইয়ের থেকে চিঠি পেয়েছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন। নাম বলানোর জন্য অত্যাচার চালানো হচ্ছে।’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করতে গিয়ে সাংবাদিক বৈঠকে অভিষেকের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, ‘অভিষেকের কাছে ১৯৮১-৮২ সালের নথি চাইছে। তখন তো অভিষেকের জন্মই হয়নি।’