এ বছরের গোড়ায় আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে স্পষ্ট বলা হয়েছিল, কারচুপি করে ধনী হয়েছে আদানিরা। শেয়ার বাজারে তাঁদের যে অবস্থান, তার অনেকটাই কৃত্রিম। এরপরই ধস নেমেছিল আদানিদের শেয়ারে।
এবার ফের অস্বস্তিতে গৌতম আদানির সংস্থা। তাদের অডিট সংস্থা ইওয়াই এবার তদন্তের মুখে পড়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। অডিট নিয়ামক সংস্থা ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (এনএফআরএ) এবার আদানিদের অডিট সংস্থার কাজকর্ম তদন্ত করছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এনএফআরএ’র তদন্ত সম্প্রতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এবং এটি ভারতে ইওয়াই-এর সদস্য সংস্থাগুলির মধ্যে একটি, এসআর বাটলিবয়-তে নির্দেশিত হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে এ খবর জানাচ্ছে সংবাদ সংস্থা। গৌতম আদানির মালিকানাধীন সংস্থাগুলির ২০১৪ সালের অডিট সংক্রান্ত নথি নিয়ে যোগাযোগের জন্য তাদের নোটিস পাঠানো হয়েছে।