চীনা আগ্রাসন নিয়ে মোদী সরকারের নির্দিষ্ট কোনও নীতি নেই। চিনকে ভয় পেয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছে তারা। বারবারই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আসছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এবার যেমন অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের কাছে নতুন করে সেনা মোতায়েন করছে চিন! মজুত করা হচ্ছে অস্ত্রশস্ত্রও।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ করে এমনই জানানো হয়েছে। তাদের দাবি, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, তাওয়াংয়ের সংঘর্ষস্থলের কাছেই চিন সেনা মোতায়েন করছে। এর আগেও এই তাওয়াং সেক্টরে বারবার সীমান্ত লঙ্ঘন করার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে পিপলস লিবারেশন আর্মি তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছিল। ভারতীয় সেনা দৃঢ়ভাবে তার মোকাবিলা করেছিল।