বিপাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। তাদের বক্তব্য, অমিত শাহ ছত্তিশগড়ে গিয়ে জাতপাতের নামে ভোট চেয়েছেন। যা আদর্শ আচরণ বিধির পরিপন্থী। নির্বাচন কমিশনে গিয়ে অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে জয়রাম রমেশ, সলমন খুরশিদ, মানিকরাও ঠাকরে, উত্তম কুমার রেড্ডির নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল।
কংগ্রেস নেতাদের বক্তব্য, অমিত শাহ ছত্তিশগড়ে গিয়ে ভূপেশ বাঘেল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন। বিজেপি প্রার্থীর ছেলেকে পিটিয়ে মারার অভিযোগও তুলেছেন। সবটাই তিনি বলেছেন সাম্প্রদায়িকতার মোড়কে। কংগ্রেসের দাবি, শাহের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করতে হবে। কংগ্রেসের অভিযোগ অবশ্য শুধু অমিত শাহের বিরুদ্ধে নয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও কাঠগড়ায় তুলেছে হাত শিবির। কংগ্রেসের অভিযোগ, হিমন্ত ছত্তিশগড়ে প্রচারে গিয়ে দলের এক সংখ্যালঘু নেতাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন। ফলত তাঁর ভোটপ্রচারেও নিষেধাজ্ঞা জারি হোক, এমনই আর্জি জানিয়েছে কংগ্রেস।