দুর্গাপুজোয় ইতি পড়লেও এখনই শেষ হচ্ছে না উৎসবের আবহ। বিসর্জনের সময় কার্নিভাল উপলক্ষেও শহরে ঘটে কয়েক হাজার মানুষের সমাগম। রেড রোড কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটির সদস্যরা ছাড়াও জড়ো হন বহু দর্শনার্থী। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাঁরা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা নিয়ে চিন্তাও থাকে তাঁদের। এবার দর্শনার্থীদের সেই উদ্বেগ দূর করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার রাতে মেট্রোর পাশাপাশি অতিরিক্ত বাসও চলবে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। যে বাসগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, বিশেষ বাসগুলি পুলিশের নির্দেশ মতো এল ২০ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। বিকেল তিনটে থেকে এই পরিষেবা শুরু হবে। যাত্রীদের বোঝার জন্য বাসের উইন্ড স্কিনের বাঁদিকে লেখা থাকবে রুটের নাম।
পাশাপাশি, কার্নিভাল উপলক্ষে মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে কলকাতা মেট্রো। সাধারণ ছুটির দিনে যেখানে ২৩৪টি মেট্রো রেক চালানো হয় সেখানে কার্নিভালের দিন ২৫২টি রেক চালানো হবে। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আর রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ ছাড়বে ১১টা ১০ মিনিটে। রাত ১১টা ১০-এ ছাড়বে কবি সুভাষ থেকে দমদমের দিকের শেষ মেট্রো।