আরও একবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল রেল। আজ, বুধবার উত্তরপ্রদেশের আগ্রায় ট্রেনের দুটি কামরায় হঠাৎই আগুন লেগে যায়। অন্যান্য কামরায় আগুন ছড়িয়ে পড়ার আগেই অবশ্য ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ভারতীয় রেল সূত্রে জানানো হয়, ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে রেলের কামরায় ভয়াবহ আগুনের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যা ঘিরে তুঙ্গে শোরগোল। বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটে। পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সেওনিগামী পাতালকোট এক্সপ্রেসের কামরা থেকে আচমকাই বেরোতে দেখা যায় ধোঁয়া।
প্রসঙ্গত, এই ঘটনার সময়ে আগ্রা স্টেশনের কাছেই ছিল ট্রেনটি। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয়। নিরাপদেই সমস্ত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে বলে রেল সূত্রে জানানো হয়। চলন্ত ট্রেনে কীভাবে আগুন লাগল, সেই কারণ এখনও অজানা। রেলের তরফে এই দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেওয়া হলেও, আগুন লাগার কারণ হিসাবে কিছুই জানানো হয়নি। রেলের বিবৃতিতে জানানো হয়, ট্রেন থেকে অগ্নিদগ্ধ কামরাগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। আগুন ধরে গেলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ফের এমন একটি ঘটনায় স্বাভাবিক প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল। সমালোচনায় সরব হয়েছে একাধিক মহল।