সামনেই মধ্যপ্রদেশ বিধানসভা ভোট। তার আগে সমস্ত পার্টিই জোরদার প্রচারে। নভেম্বরের ১৭ তারিখ রয়েছে মধ্যপ্রদেশে ভোট। এদিকে, তার আগে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের হল সেখানের বিজেপির এক মন্ত্রীর বিরুদ্ধে। বিজেপির মন্ত্রী গোবিন্দ সিং রাজপুতের বিরুদ্ধো ভোটারদের টাকা দিয়ে প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের জেরে দায়ের হয়েছে মামলা।
এক ভাইরাল ভিডিয়োতে গোবিন্দ সিং রাজপুতকে বলতে শোনা গিয়েছে যে, ‘যে বুথ বিজেপিকে বেশি ভোট দেবে তাগের ২৫ লাখ টাকা দেওয়া হবে।’
মধ্যপ্রদেশের সুরখির এক রিটার্নিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে সেখানে মন্ত্রীর বিরুদ্ধে মামলার পথে হেঁটেছে কমিশন। মধ্যপ্রদেশের সাগর জেলার সুরখি আসন থেকে লড়ছেন গোবিন্দ সিং।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী গোবিন্দ সিং রাজপুতের বিরুদ্ধে সাগর জেলার রাহতগড় পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে মমলা। তাঁর বিরুদ্ধে আইপিসি ১৮৮, আইপিসি ১২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মন্ত্রী বলছেন, ‘যো বুথ সবচেয়ে বেশি ভোট বিজেপিকে দেবে, সেখানে ২৫ লাখ টাকা দেওয়া হবে।’
উল্লেখ্য়, নির্বাচনী প্রচারে গিয়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকরের ওই মন্ত্রীর বক্তব্যের এই ভিডিয়ো ভাইরাল হয়। তারপরই পদক্ষেপ করে কমিশন। এদিকে, অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রাক্তন নেত্রী শোভা ওজা এই ভিডিয়ো তুলে ধরেন এক সাংবাদিক বৈঠকে। তিনি দাবি করেন, কেউ কেউ হেরে যাবেন বুঝে এমন করছেন। খোঁচার সুরে শোভা বলেন, রাজপুত, জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠ নেতা। যেখানে জ্যোতিরাদিত্য নিজে বলেন যে, মানুষের জন্য লড়াইয়ের কথা, সেখানে তাঁরই ঘনিষ্ঠ এমন দুর্নীতিতে জড়িত, বলে মন্তব্য করেছেন শোভা।