গুজরাতের বানাসকাঁথা জেলার পালানপুর শহরে একটি নির্মীয়মাণ সেতুর একটি অংশ ধসে একজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের তরফে জানা গিয়েছে, আপাতত সেই স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বানাসকাঁথার কালেক্টর বরুণকুমার বারানওয়াল এই বিষয়ে জানিয়েছেন, আরটিও চেকপোস্টের কাছে নির্মীয়মান সেতুর পিলারে সম্প্রতি স্থাপন করা ছয়টি কংক্রিটের গার্ডার বা স্ল্যাব বিকেলে ভেঙে পড়ে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে এভাবে স্ল্যাব ভেঙে পড়তে দেখে একজন ব্যক্তি তার অটোরিকশাটি ফেলে দিয়ে নিরাপদে ছুটে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বৃথা চেষ্টা করা তার। কংক্রিটের স্ল্যাবের নীচে পিষ্ট হয়ে গিয়েছেন তিনি। অটোরিকশার সাথে একটি ট্রাক্টরও পিষ্ট হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের মধ্যে আরও দুই ব্যক্তি রয়েছে বলে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা দাবি করেছেন।
কালেক্টর বারানওয়াল বলেছেন ‘এটি একটি রেলওয়ে ওভারব্রিজ যা আমবাজিকে পালানপুরের সাথে সংযুক্ত করে। ছয়টি গার্ডার ভেঙে পড়ার পর, আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছি। এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কতজন এখনও আটকে আছে তা অনুমান করা যাচ্ছে না। ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে”। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে সেতুর নির্মাণকাজ চললেও গার্ডারগুলো পিলারে এক সপ্তাহ আগে লাগানো হয়েছে। এখনো কাঠামোর সঙ্গে বাঁধা হয়নি।