নিজের বাড়ির বাইরে পথকুকুরদের আক্রমণের মুখে পড়ে পালাতে গিয়েছিলেন তিনি। আর সেই সময়ই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। আর তার জেরেই এবার প্রাণ হারালেন দেশের অন্যতম বৃহত্তম চা রফতানিকারী সংস্থা ‘ওয়াঘ বাকরি’র মালিক পরাগ দেসাই। সোশ্যাল মিডিয়ায় তাঁর সংস্থার তরফে জানানো হয়েছে, পথকুকুরদের আক্রমণে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তাতে রবিবার হাসপাতালে মৃত্যু হয় ৪৯ বছর বছর বয়সী পরাগের।
সংস্থার ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘গভীর বেদনার সঙ্গে আমাদের প্রিয় পরাগ দেসাইয়ের প্রয়াণের কথা জানাচ্ছি সকলকে’। যে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মারা যান পরাগ, তাদের তরফেও এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। বলা হয়, পথকুকুরদের তাড়া খেয়ে পরাগ পড়ে যান বলে জানা যায়। যদিও ওঁর শরীরে কুকুরে কামড়ানোর কোনও দাগ ছিল না।
জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর নিজের বাড়ির বাইরে পথকুকুরদের আক্রমণের মুখে পড়েন পরাগ। ভয় পেয়ে পালাচ্ছিলেন তিনি। সেই সময় মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এক নিরাপত্তারক্ষী তাঁর পরিবারকে খবর দেন। দ্রুত শেলবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে স্থানান্তরিত করা হয় জাইডাস হাসপাতালে। রাখা হয় ভেন্টিলেটরে। সেখানে অস্ত্রোপচার হয় তাঁর। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২২ অক্টোবর মারা যান পরাগ।