অবশেষে বিষাদের সুর। উমার কৈলাসে ফেরার পালা। চোখ ছলছল আজ প্রত্যেক বাঙালির। এই কয়েকটা দিন মানুষ যেন মেতেছিল এক ভিন্ন আনন্দে।
আবার দীর্ঘ ১ বছরের অপেক্ষা। দশমীতে মায়ের বিসর্জন হলেও তিনি আমাদের হৃদয়েই থেকে যান। দশমীতে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকল মন্দের উপর সত্য ও ন্যায়ের জয় হোক’।
দশেরা হল দেবীপক্ষের দশম দিন বা নবরাত্রির দশম দিন। ৯ রাত্রি ১০ দিন ধরে অবিরাম লড়াইয়ের পর দেবী দুর্গা দশম দিনে মহিষাসুরকে বধ করেন। সুতরাং এই দিন দেবীর জয়ের দিন। সারা ভারত এই দিনটি উৎসাহের সঙ্গে উদযাপন করে। এই দিন অসত্যের উপর ন্যায় ও সত্যের বিজয়ের প্রতীক।