কদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। এবার দশমীর সকালে ফের কম্পন অনুভূত হল সে দেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১ ছিল বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেও একই ভাবে তীব্র কম্পন অনুভূত হয় নেপালজুড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভারতীয় সময় চারটে ১৭ মিনিটে এই ঝটকা অনুভুত হয়।
প্রসঙ্গত, ভৃপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরেই কম্পনের উৎসস্থল বলে জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। যদিও কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর সামনে আসেনি। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়। শুধু তাই নয়, কম্পনের ফলে ভারতেরও একাধিক রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। যদিও এদিন এখনও পর্যন্ত এমন তথ্য সামনে আসেনি। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে ফের নেপালে ভূমিকপম্পের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই উদ্বেগ মাথাচাড়া দিয়েছে বাসিন্দাদের মনে।