নূপুর শর্মার পয়গম্বর মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠলে নূপুরের পাশে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনিও। ২০২২ সালের ওই মন্তব্যের জেরে বিতর্ক আরও চরমে ওঠে। যার জেরে তাঁকে সাসপেন্ড করতে বাধ্য হয় গেরুয়া শিবির। সেই সময়ই বিরোধীরা বলেছিলেন, এই সাসপেনশন লোক দেখানো। সেটাই এবার প্রমাণিত হল। টাইগার রাজা সিংয়ের সাসপেনশন রাতারাতি প্রত্যাহার করে নিল বিজেপি। শুধু তাই নয়, বিধানসভা ভোটে তাঁকে প্রার্থীও করা হল।
প্রসঙ্গত, হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গত বছরের অগস্ট মাসে টাইগারকে সাসপেন্ড করেছিল গেরুয়া শিবির। প্রথমে সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়, আর তারপরই কয়েক ঘণ্টা পরই টাইগার রাজা সিংকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রার্থী করার কথা ঘোষণা করেছে বিজেপি। উল্লেখ্য, তেলেঙ্গানায় বিজেপির অন্যতম বড় মুখ টাইগার। বিধানসভা ভোটে তাঁকে যে দলের দরকার, সে কথা দলের তাবড় তাবড় নেতাদের জানা। আর সেই কারণেই রাতারাতি সাসপেনশন প্রত্যাহার করে টাইগার রাজাকে প্রার্থী করল গেরুয়া শিবির।