‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র জন্য দেশ জুড়ে বিশেষ অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার। যাদের বলা হচ্ছে ‘রথ প্রভারী’। সরকারি আমলাদের এই বিশেষ অফিসার হিসেবে নিয়োগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং তার আগে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এনিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এবার এ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি আমলা এবং সেনাদের ‘রাজনৈতিক কর্মী’ এবং বিজেপির ‘মার্কেটিং এজেন্টে’ পরিণত করার চেষ্টা করছে বলে কটাক্ষ করলেন মল্লিকার্জুন।
গত ১৭ অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, আগামী ২০ নভেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশে গ্রাম পঞ্চায়েত স্তরে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি চালানো হবে। তার মাধ্যমে গত ৯ বছরের কেন্দ্র সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে। এর জন্য ৭৬৫টি জেলায় যুগ্ম সচিব, ডিরেক্টর এবং উপ সচিব স্তরের আধিকারিকদের রথ প্রভারী বা বিশেষ অফিসার হিসাবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ওই কর্মসূচিতে আমলাদের এভাবে ব্যবহার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর বক্তব্য, আমলাদের এভাবে প্রচারের কাজে ব্যবহার করা যায় না। প্রধানমন্ত্রীকে এনিয়ে চিঠি দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।