কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আচমকাই এক ছাত্র মঞ্চে উঠে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে শুরু করে। অনুষ্ঠান হলের সামনের সারিতে ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। জয় শ্রী রাম স্লোগান চলতে থাকায় এক শিক্ষিকা মঞ্চের কাছে গিয়ে ওই ছাত্রকে মানা করেন। বলেন, এটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। এখান স্লোগানবাজি চলবে না। শিক্ষিকার নির্দেশে কলেজের রক্ষীরা ওই ছাত্রকে নামিয়ে দেয় মঞ্চ থেকে।
শুক্রবার দুপুরের পর এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। শনিবার কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাসপেন্ড করে দিল। কলেজ কর্তৃপক্ষের কথায়, শিক্ষিকার আচরণ ঠিক ছিল না। স্লোগান দেওয়া ছাত্রের ব্যাপারে কলেজ অবশ্য নীরব।
ঘটনাটি ঘটেছে দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবিইএস কলেজে। কলেজের নিশানায় রয়েছেন আরও একজন শিক্ষিকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি অভিযুক্ত শিক্ষিকাকে থামাননি।
কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কলেজের নাম জড়িয়ে বিতর্ক তৈরি হওয়ায় দ্রুত তদন্ত কমিটি গড়া হয়েছিল। কমিটিকে শনিবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। কমিটি বলেছে, শিক্ষিকার আচরণ ঠিক ছিল না। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।