মালদহে ইংরেজবাজার শহরে আমরা সবাই ক্লাবের পুজা মণ্ডপ পঞ্চমীর সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। আমরা সবাই ক্লাব কমিটির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও মণ্ডপও তৈরি করে এবং প্রতিমা এনে পুজো আয়োজনের জন্য আর্থিক সাহায্য করেন তিনি।বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের ‘আমরা সবাই’ ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধনের কথা ছিল। সেই অনুযায়ী ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল। আচমকাই পুজো উদ্যোক্তারা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুজো মণ্ডপটিকে গ্রাস করে।
স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে গোটা পুজো মণ্ডপটি ভস্মীভূত হয়ে যায়।দুঃসংবাদ পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছন। পুজো কমিটির সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
যুদ্ধকালীন তৎপরতায় আবারও মণ্ডপ তৈরি করে এবং প্রতিমার বন্দোবস্ত করে পুজোর আয়োজন করা হয়। সেই যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা মন্ডপে এই ষষ্ঠীর দিন নতুন প্রতিমা এনে দেবীর বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এক রাতের মধ্যে ফের আমরা সবাই ক্লাবের দুর্গাপুজোর আয়োজন সম্পন্ন করেন। দুর্গা পুজোয় অগ্নিকাণ্ডে এভাবে সরাসরি মুখ্যমন্ত্রীর সহযোগিতা পেয়ে ওই এলাকার মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে।