আমি মনে করি না মুখ্যমন্ত্রীত্ব পদ আমাকে ছেড়ে যাবে। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সামনেই মরু রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এমন মন্তব্য করে ফের একবার গুগলিই ছুঁড়লেন গেহলট। রাজস্থানে কংগ্রেসের মাথাব্যাথার কারণ গেহলট-পাইলট দ্বন্ধ। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, অশোক গেহলট ও সচিন পাইলটের বিরোধ মিটে গেছে।
এখন নির্বাচনের ময়দানের দলের ঐক্যবদ্ধ লড়াইতেই নজর দিতে প্রস্তুত দলীয় নেতারা। এরই মধ্যে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নে গেহলট বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাই, কিন্তু এই পদ আমাকে ছাড়ছে না এবং সম্ভবত ছাড়বেও না।’ অন্যদিকে, নিজের দল বিজেপিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে যে ‘অবিচার’ হচ্ছে, তা নিয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন গেহলট। তিনি বলেন, ‘আমার জন্য বসুন্ধরা রাজেদের শাস্তি দিচ্ছেন কেন? তাদের প্রতি অবিচার করবেন না।’