দলীয় কোন্দলই কি রাজস্থানে ডোবাবে কংগ্রেসকে? ভোটের বাকি আর মাসখানেক। এখনও গেহলট এবং পাইলটের দ্বন্দ্বের জেরে রাজস্থানের প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেনি হাত শিবির। এবার অশোক গেহলট যা বললেন, তাতে কংগ্রেস শিবিরে টানাপোড়েন আরও বাড়তে পারে।
একই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশড়, তেলেঙ্গানা, মিজোরাম এবং রাজস্থানের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রাজস্থানের ভোট হবে ২৫ নভেম্বর। এই পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু রাজস্থানের প্রার্থী তালিকা এখনও ঘোষিত হয়নি। বুধবার দিনভর বৈঠকের পরও প্রার্থী তালিকা চূড়ান্ত করা যায়নি। নেপথ্যে পাইলট-গেহলট দ্বন্দ্ব।
মুখ্যমন্ত্রিত্বের পদ নিয়েই মূল বিবাদ শচীন পাইলট এবং অশোক গেহলটের। কংগ্রেস এবার সরকারিভাবে রাজস্থানের জন্য কোনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। কিন্তু বকলমে গেহলট বুঝিয়ে দিয়েছেন, রাজ্যে ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী তিনিই হবেন। এদিন সেই একই ইঙ্গিত গেহলট দিলেন। তিনি এদিন এক সাংবাদিক বৈঠকে হাসির ছলে বলে দিলেন, আমি মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিতে চাই। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ আমাকে ছাড়তে চায় না।