বৃহস্পতিবার বাংলাদেশে অনায়াসে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত। অপরাজিত শতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। এদিন নতুন নজিরও গড়লেন তিনি। সচিন তেন্ডুলকরকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন বিরাট। বৃহস্পতিবারের ম্যাচের আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫১০টি ম্যাচের ৫৬৬টি ইনিংসে বিরাটের সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। অর্থাৎ, ২৬ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান বিরাটের আগে করেছেন তিন জন। শীর্ষে রয়েছেন সচিনই। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪,৩৫৭ রান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ২৮,০১৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৭,৪৮৩ রান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
উক্ত তালিকাতেই চতুর্থ স্থানে উঠে এলেন বিরাট। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচের পর ৫১১টি ম্যাচে বিরাটের রান হল ২৬,০২৬। তিনি এদিন টপকে গেলেন শ্রীলঙ্কার আর এক প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে। ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচে জয়বর্ধনের সংগ্রহ ২৫,৯৫৭ রান। তিনি থাকলেন তালিকার পঞ্চম স্থানে। এ দিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন বিরাট। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে উঠে এসেছেন চতুর্থ স্থানে। একই ম্যাচে প্রথমে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন রোহিত শর্মা। কিছু ক্ষণ পরেই তাঁর জায়গা নিয়ে নিলেন বিরাট। এ দিনের পর এক দিনের বিশ্বকাপে বিরাটের সংগ্রহ হল ১২৮৯ রান। এ ক্ষেত্রেও তাঁর আগে রয়েছেন সচিন, পন্টিং এবং সাঙ্গাকারা। এক দিনের বিশ্বকাপে সচিনের রয়েছে ২২৭৮ রান। পন্টিং ১৭৪৩ এবং সাঙ্গাকারা ১৫৩২ রান করেছেন এক দিনের বিশ্বকাপে। পঞ্চম এ দিনই চতুর্থ স্থানে উঠেও পঞ্চম স্থানে নেমে যাওয়া রোহিতের সংগ্রহ ১২৪৩ রান। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে বিরাট পেয়েছে ৪৮তম শতরান। এই ক্ষেত্রেও সচিনের আরও কাছে চলে গেলেন তিনি। এক দিনের ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা ৪৯। অর্থাৎ আর দুটি শতরান করতে পারলেই একদিনের ক্রিকেটে সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’ করে ফেলবেন বিরাট। আরও একবার ছাপিয়ে যাবেন সচিনকে। যার সুযোগ থাকছে চলতি বিশ্বকাপের মঞ্চেই।