কেন্দ্রে থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে বিরোধীদের জোট গড়ার ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন একসময়ের এনডিএ শরিক তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার সেই নীতীশের মুখেই শোনা গেল বিজেপির প্রশংসা। বৃহস্পতিবার মোতিহারিতে মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই বিজেপির ভূয়সী প্রশংসা করেন জেডি(ইউ) প্রধান। শুধু প্রশংসা করা নয়, নাম না করে BJP নেতাদের সঙ্গে ‘বন্ধুত্ব থাকবে’ বলেও বার্তা দিয়েছেন নীতীশ কুমার। যদিও এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির তরফে কোনও উষ্ণ অভ্যর্থনা মেলেনি।
এদিন মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ এবং বিজেপি সাংসদ রাধামোহন সিং উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নাম না করে বিজেপি নেতাদের সঙ্গে বন্ধুত্ব রাখার বার্তা দেন। তিনি বলেন, ‘এখানে উপস্থিত সকলে আমার বন্ধু। আমরা আলাদা, তোমরা আলাদা। তার মানে কি আমাদের বন্ধুত্ব শেষ? যতদিন আমি বেঁচে থাকব, ততদিন আমাদের যোগাযোগ থাকবে। আমরা একসঙ্গে কাজ করব’।
এদিন নীতীশ কুমার যে মঞ্চে উপস্থিত বিজেপি সাংসদকে উদ্দেশ্যে করেই এই মন্তব্য করেছেন, তা একপ্রকার স্পষ্ট। তবে ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম কারিগর নীতীশ কুমার কেন এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। তাহলে কি আবার বিজেপির সঙ্গে জোট করার কথা ভাবছেন জেডি(ইউ) প্রধান? এমন প্রশ্নও উঁকি দিচ্ছে। যদিও এপ্রসঙ্গে আরজেডি নেতা শক্তি যাদব বলেন, “তিনি (নীতীশ কুমার) ব্যক্তিগত সম্পর্কের কথা বলেছেন। দলের কোনও কথা বলেননি।”