পঞ্চমীর দুপুরে হঠাতই শরীরে অস্বস্তি বোধ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলকাতার প্রাক্তন মেয়রকে। চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে পেসমেকার বসানোর পরামর্শ দেন।
অবশেষে রাতেই বসানো হয় পেসমেকার। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যসভার এই সিপিএম সাংসদকে। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, এখন স্থিতিশীল বিকাশবাবু। তবে নজরদারির জন্য আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে তাঁকে।