ঘূর্ণাবর্তের প্রভাবে আচমকাই মোড় ঘুরেছে দেশের আবহাওয়ার। একদিকে আরব সাগরে ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি, অন্যদিকে ঘূর্ণাবর্ত ঘনিয়েছে বঙ্গোপসাগরেও। আজ ষষ্ঠী। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে। এরইমধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে আইএমডি। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপের রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত একুশে অক্টোবর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে নবমী ও দশমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে দক্ষিণবঙ্গে। তবে আপাতত দক্ষিণবঙ্গে অষ্টমী পর্যন্ত মনোরম আবহাওয়া। রাতের তাপমাত্রা কম থাকবে। নেই বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি, নবমী ও দশমী মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলা-সহ গাঙ্গেয় বাংলার বেশিরভাগ জেলায়। নবমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দশমীর দিন গাঙ্গেয় বাংলার প্রায় সব জেলাতেই হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। মোটের উপর পূর্বাভাস অনুযায়ী, পুজোর সময়ে মোটামুটি রাজ্যের বেশিরভাগ অংশেই আবহাওয়া ভাল থাকবে প্রথম দু’দিন। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। তবে পুজোর শেষ দু’দিন, অর্থাৎ নবমী ও দশমীতে বাংলা ভিজতে পারে বলেই পূর্বাভাস দিয়েছেন আইএমডি-র আবহবিদরা।