ষষ্ঠীর ভোরে জলপাইগুড়িতে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশ কনস্টেবল। জলপাইগুড়ি পুলিশ লাইনের রেসকোর্স পাড়ার সরকারি আবাসনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশে কর্তব্যরত কনস্টেবল রঞ্জিত রাজবংশী জলপাইগুড়ি জেলা জজের নিরাপত্তারক্ষী ছিলেন। জলপাইগুড়ি পুলিশ লাইনের রেসকোর্স পাড়ার সরকারি আবাসনে থাকতেন তিনি।
শুক্রবার সকালে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালান রঞ্জিত। গুলির শব্দে আশপাশের সকলে ছুটে এসেই চমকে ওঠেন। এরপরই রঞ্জিতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। উৎসবের মরশুমে কেন রঞ্জিত এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয়। পারিবারিক নাকি কর্মক্ষেত্রে কোনও সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই কনস্টেবল, তা খতিয়ে দেখা হচ্ছে।