পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে আগেই। এবার সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও/ জননী এসেছে দ্বারে।
স্বমহিমায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে। করোনার বেড়াজাল পেরিয়ে মানুষ আবার উৎসবে গা ভাসিয়েছে। আর এতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, দুর্গাপুজোয় এবার রাজ্যবাসীকে বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন প্রকাশ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম। শহরের মণ্ডপে মণ্ডপে শোনা যাচ্ছে এই গানগুলি।