চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দির ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, মোদীই গর্ভগৃহে স্থাপন করবেন রামলালাকে। অর্থাৎ রামমন্দিরকে সামনে রেখেই লোকসভা ভোটের আগে বিজেপি বিপুল প্রচারে নামবে।
আর সেই কারণে রামমন্দিরে বিদেশি অর্থসাহায্য আসার ক্ষেত্রেও কোনও বাধা রাখল না তারা। মাদার টেরিজার ‘মিশনারিজ অব চ্যারিটি’, আন্তর্জাতিক অসরকারি সংগঠন ‘অক্সফ্যাম’ এবং সোনিয়া গান্ধী পরিচালিত দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা ‘রাজীব গান্ধী ফাউন্ডেশন’ ও ‘রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট’-এর বিদেশি উৎস থেকে আর্থিক অনুদান নেওয়ার ক্ষেত্রে মোদী সরকার নিষেধাজ্ঞা জারি করলেও নিয়মের ব্যতিক্রম দেখা গেল রামমন্দিরের ক্ষেত্রে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ২০১০ সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ সংক্রান্ত লাইসেন্স তাঁদের দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়ে দিলেন অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। বুধবার তিনি বলেন, ‘বিদেশি অনুদান দিল্লির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখায় রামমন্দির ট্রাস্টের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে হবে।’ লোকসভা ভোটের আগে শাহর মন্ত্রকের এই কাণ্ড নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে।