কামদুনি কাণ্ডে কলকাতা হাই কোর্টর রায়ে যারা মুক্তি পেয়েছে, তাঁদের মুক্তির উপরে শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং কামদুনির প্রতিবাদীরা। সেই প্রেক্ষিতেই এদিন শর্ত আরোপ করল শীর্ষ আদালত।
অভিযুক্তরা রাজারহাট পুলিশ স্টেশন এলাকার বাইরে যাবে না। রাজারহাটের ওসির লিখিত অনুমতি নিতে হবে তাঁদের।
রেসপন্ডডেন্ট লিখিতভাবে আইটিনারি জমা দেবে- অনুমতি নেওয়ার সময়- কোথায় যাবে, কেন যাবে, সবিস্তারে জানাতে হবে।
অভিযুক্তরা রাজারহাট থানায় প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার হাজিরা দেবে।
তাঁদের পাসপোর্ট জমা দিতে হবে থানায়।
ঠিকানা বদল করলে থানায় জানাতে হবে।
যে মোবাইল নম্বর ব্যবহার করবে তা লিখিতভাবে জানাতে হবে থানায়।