নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য। মাত্র ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বুধবার ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকায়। দেবীপক্ষে যখন গোটা রাজ্য পুজোর আনন্দে মেতে উঠেছে, তখন পতিরামের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।
পরিবারের দাবি, গত সোমবার অর্থাৎ দ্বিতীয়ার রাতে ওই পঞ্চায়েত সদস্য প্রতিবেশী নাবালিকাকে নিজের দোকানে ডেকে নিয়ে যায়। এরপর দোকানেই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে গতকালই থানায় অভিযোগ জানাতে যাচ্ছিল পরিবারের লোকেরা। কিন্তু সেই সময়েও তাঁদের হুমকির মুখে পড়তে হয় বলে দাবি পরিবারের।
এরপর বুধবার সকালে পতিরাম থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান পরিবারের লোকেরা। অভিযোগ পেতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ। অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে পতিরাম থানার পুলিশ। এলাকায় বেশ সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ওই পঞ্চায়েত সদস্য। তিনি অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে জেলায়। অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যের যথাযথ শাস্তির দাবিতে আজ থানার বাইরে বিক্ষোভও দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের একটি মুদিখানার দোকান রয়েছে গ্রামে। সেই দোকানেই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে কুকর্ম চালানো হয় বলে অভিযোগ। এরপর সংজ্ঞাহীন অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেন এলাকাবাসীরা। এরপর অভিযোগের ভিত্তিতে আজই ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। বিচারক অভিযুক্তকের ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে পকসো মামলা শুরু হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত চলছে।