ইজরায়েল-হামাস সংঘর্ষে প্যালেস্টাইনের পক্ষে বিবৃতি দেওয়ায় এনসিপি প্রধান শরদ পওয়ারকে নজিরবিহীন আক্রমণ করলেন আসামের বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মন্তব্য করেন, ‘আমার মনে হয় পওয়ার তাঁর মেয়ে সুপ্রিয়াকে হামাসের হয়ে যুদ্ধ করতে গাজায় পাঠাবেন’।
গত সপ্তাহে হামাসের হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন। পরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনেও জানান, খারাপ সময়ে ভারত পাশে আছে। সম্প্রতি মোদির সমালোচনায় সরব হন এনসিপি প্রধান। পওয়ার বলেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা সকলেই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছেন। মোদীর ইজরায়েলের পক্ষ নেওয়া দুর্ভাগ্যজনক’।
তিনি আরও বলেন, ‘গোটা ভূখণ্ডই প্যালেস্টাইনের,যা দখল করেছে ইজরায়েল। এলাকা, জমি, বাড়ি.. সবকিছু প্যালেস্টাইনের। পরবর্তীকালে ইজরায়েল কবজা করেছে। তারা বহিরাগত’।
পওয়ারের এই মন্তব্য একেবারেই পছন্দ হয়নি গেরুয়া শিবিরের। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মতে ইজরায়েল জঙ্গি হামলার নিয়ে “অযৌক্তিক বক্তব্য” পেশ করেছেন এনসিপি প্রধান। এর পরেই হিমন্ত নিজের ভঙ্গিতে কটাক্ষ করেন, ‘আমার মনে হয়, মেয়ে সুপ্রিয়াকে হামাসের হয়ে যুদ্ধ করতে গাজায় পাঠাবেন শরদ পওয়ার’। উল্লেখ্য, যুদ্ধে ইজরায়েলের পক্ষ নিলেও গাজায় হাসপাতালে হামলার ঘটনায় বুধবার নিন্দা করেছেন মোদী।