পুজোকে সামনে রেখে এবার জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কীভাবে? নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে পরপর পুজোর উদ্বোধন করবেন তিনি। কবে? ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।
প্রতিবছর কলকাতায় পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সশরীরে হাজির হন বিভিন্ন প্যান্ডেলে। এমনকী, দেবীর চোখও আঁকেন। সেই রীতিতে ছেদ পড়ল এবছর। সেই রীতিতে ছেদ পড়ল এবছর।
গতকাল, বৃহস্পতিবার কালীঘাটে বাড়িতে বসেই কলকাতা ও জেলায় জেলায় পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি এমনিতে ঠিক আছি। কিন্তু আমার পায়ে একটা চোট আছে। কিছুদিন লাগবে সারতে, ওখানে সংক্রমণ হয়ে গিয়েছে। আমি যদি এখন হাঁটাহাঁটি শুরু করি, তাহলে পরে এটা আবার বাড়বে। ডাক্তারদের বারণ আছে। আপনাদের কাছে সশরীরে উপস্থিত না থাকলে, মানসিকভাবে কিন্তু আমি পৌঁছে গিয়েছে’। সঙ্গে ঘোষণা, ‘কলকাতায় পুজো কার্নিভাল হবে ২৭ অক্টোবর, আর জেলায় ২৬ অক্টোবর’।
দলনেত্রীর পথে এবার হাঁটতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতবছর ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। তবে এবার পুজো উদ্বোধনে আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। বস্তুত, এবছর পুজোর উদ্বোধনের আমন্ত্রণ আমন্ত্রণও এসেছে অনেক বেশি। সূত্রের খবর তেমনই।