বাণিজ্যে বসতে লক্ষ্মী। তবে মোদী জমানায় বৈদেশিক বাণিজ্যের হাল তথৈবচ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের রফতানি ২.৬ শতাংশ কমে দাঁড়াল ৩৪.৪৭ শতাংশ। যা গত বছরের একই মাসে ৩৫.৩৯ বিলিয়ন ডলার ছিল। পাশাপাশি আমদানিও কমেছে অনেকখানি।
শুক্রবার দেশের বাণিজ্য ক্ষেত্রে আমদানি ও রফতানি সংক্রান্ত একটি সরকারি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৯.৩৭ বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত রফতানি ৮.৭৭ শতাংশ কমে ২১১.৪ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে।
আমদানিও ১৫ শতাংশ কমে ৫৩.৮৪ বিলিয়ন ডলার হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে আমদানির পরিমাণ ছিল ৬৩.৩৭ বিলিয়ন ডলার। ছয় মাসে আমদানি ১২.২৩ শতাংশ কমে ৬২৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এপ্রসঙ্গে, বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল বলেন, ‘ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি’র জন্য আলোচনা চলছে এবং আমরা সমস্যাগুলি দূর করতে যা করনীয় সব করছি’।