আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার দিন। এ দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার পুরো দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদার একাংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। উত্তরবঙ্গের বাকি অংশে এখনও বর্ষা আছে।
শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে, মহালয়ায় উত্তরবঙ্গের ৫ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ ওই তিনটি জেলায় বৃষ্টি হবে না।