গত জুলাই মাসে হাওড়ার মঙ্গলাহাটে আগুন লেগেছিল। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়েছিল।প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এবার মহালয়ার দিন সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে।
শনিবার সকাল ৭টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। প্রথমে গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে বাইরেও আগুন ছড়িয়ে পড়ে। গুদামে প্রচুর পরিমাণে ভোজ্য তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।