বিলকিস গণধর্ষণ মামলায় দোষীদের শাস্তি মুকুব নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধীরা। এবার যেন সেই অভিযোগেই মান্যতা দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কেন্দ্র এবং গুজরাত সরকারকে ১৬ অক্টোবরের মধ্যে বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ দোষীর সাজা মুকুব এবং ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যা সংক্রান্ত মূল রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই মামলার শুনানির সময় বিলকিস বানোর আইনজীবী তাঁর বক্তব্য রাখেন। পাশাপাশি কেন্দ্র, গুজরাত সরকার এবং পিআইএল পিটিশনকারীদের পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি বি ভি নাগারথনা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ দোষীদের শাস্তি মুকুবের উপর চ্যালেঞ্জ করা আবেদনকে গুরুত্ব দিয়েছে। এবং রিপোর্ট জমা দেওয়ার জন্য ৪ দিন সময় ধার্য করেছে।
গুজরাট সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিলকিস বানোর দায়ের করা পিটিশন ছাড়াও, সুভাষিণী আলি, স্বাধীন সাংবাদিক রেবতী লাউল এবং লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপ রেখা ভার্মা সহ আরও কয়েকটি পিআইএল আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও দোষীদের শাস্তি মুকুব করা এবং তাঁদের খালাসের বিরুদ্ধে একটি পিআইএল ফাইল করেছেন।