মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যা-বিপর্যস্ত সিকিমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একটা বড় অংশও। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এবার সেই মৃতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য। মৃত ও আহতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন, পাহাড় ভালো থাকবেই। স্পেন সফর থেকে ফেরার পর থেকেই অসুস্থ মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি। সেই কারণেই বুধবার বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক করেন তিনি। সেখানেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত।
পাশাপাশি জানা গিয়েছে, উত্তরবঙ্গে দুর্যোগে মৃতদের পরিবার পিছু দেওয়া হবে ৩ লক্ষ টাকা। গুরুতর জখমরা পাবেন ২ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা করে পাবেন তুলনামূলক কম ক্ষতিগ্রস্তরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “পেডং থেকে কালিম্পং আমি সবটা চিনি। আপনাদের ওদিকে এখন খুব কষ্ট হচ্ছে জানি। অনেকে এখনও বাইরে আছেন। কেউ কেউ শেল্টারে গিয়েছেন।” মুখ্যমন্ত্রী জানান, তিনি সুস্থ হয়েই কালিম্পং যাবেন। আপাতত বিধায়কদের একটি প্রতিনিধি দল যাবেন উত্তরবঙ্গে। শ্রীকান্ত মাহাতো, গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, সত্যজিৎ বর্মন প্রমুখরা থাকবেন সেই দলে।